
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার মনতলা তেমনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয় এবং ৩টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপির চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম। অভিযানকালে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার মঙ্গলপুর গ্রামে শফিক মিয়া (২৫) ও একই গ্রামের মোঃ সোহেল মিয়া (২৬)।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অভিযান চলাকালে অভিযুক্তরা সরকারি আইন অমান্য করে বালু উত্তোলন করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। পাশাপাশি আটককৃত ৩টি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সম্পদ রক্ষায় বিজিবি সব সময় সর্তক এবং নিঃস্বার্থভাবে কাজ করে। দেশের স্বার্থবিরোধী যে কোনো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছিল এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। স্থানীয়রা জানান, বালু চোরাচালান রোধে প্রশাসনের এই তৎপরতা একটি দৃষ্টান্ত তৈরি করবে।