মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে আল আমিন হোটেলে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বি. এম সুলতান মাহমুদ। কয়েক দিন আগে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবিরতিতে তিনি মাধবপুর উপজেলার স্থানীয় আল আমিন হোটেলে প্রবেশ করে প্রতারণার শিকার হন।
তিনি জানান, ‘ছোট ছোট পরোটা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়, আর ছোট এক প্লেট ডাল ৫০ টাকায়। অথচ খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। রান্নাঘর ও পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা। এই ধরনের বাণিজ্য ভোক্তা অধিকারের সরাসরি লঙ্ঘন।’
বি. এম সুলতান মাহমুদ আরও বলেন, ‘একজন সাধারণ যাত্রী হিসেবে আমি বুঝতে পারছি, প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলগুলোতে খাবার খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের তৎপরতা না থাকায় তারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে।’
প্রসিকিউটর বি. এম সুলতান মাহমুদের এই অভিযোগে স্থানীয় প্রশাসন নড়েচড়ে উঠেছে। সাধারণ মানুষও এখন আশা করছেন, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের ভোক্তা হয়রানির অবসান ঘটবে।
ঘটনার পর তিনি বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমকে মৌখিকভাবে জানিয়েছেন। ইউএনও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’