সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিংহ হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হবিগঞ্জ পৌরসভার কার্যালয়ে পৌঁছুলে তাঁকে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। দেবজিৎ সিংহ পৌরসভার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হবিগঞ্জ পৌরসভার প্রতিটি বিভাগ ও শাখা প্রধানদের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম। বিজ্ঞপ্তি