স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে দীর্ঘদিন ধরে ভুয়া আইনজীবীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এসব আইনজীবীরা নিজেদের প্রকৃত আইনজীবী পরিচয় দিয়ে মামলা-মোকদ্দমার নামে দরিদ্র সাধারণ লোকজনকে ঠকিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ভুয়া আইনজীবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া নামে এক ভুয়া আইনজীবীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কোর্ট এলাকায় নিজেকে অ্যাডভোকেট পরিচয় দিয়ে বিভিন্ন মামলার পরামর্শ ও দলিলপত্র তৈরির কাজ করে আসছিলেন বলে জানা গেছে। তার কাছে কোনো বৈধ আইনজীবী সনদ বা বার কাউন্সিলের নিবন্ধন না পাওয়ায় আটক করা হয়। পরে স্থানীয়ভাবে আলোচনার পর বাবুল মিয়া লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন কর্মকা- থেকে বিরত থাকার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন, এ অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আর কেউ ভুয়া পরিচয়ে আইনজীবী সেজে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com