
মাধবপুর প্রতিনিধি ॥ ‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: পেয়ারা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেমদাময়ী হাইস্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণির শিক্ষার্থী মারদিয়া রহমান উম্মে সালমা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো: ইসমাঈল তালুকদার রাহি, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক ছাত্র সমন্বয়ক তানজিল আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আলমগীর কবির এর কন্যা আতিয়া কবির। অনুষ্ঠানে সকল কন্যা শিশুকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভায় বক্তাগণ সমাজ থেকে বাল্যবিবাহ রোধ, নির্যাতন ও অপহরণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।