স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার শিমুলঘর, কররা, নারায়নখোলা ও বেঙ্গাডোবা এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। বালু উত্তোলনের ফলে কৃষিজমি, বসতবাড়ি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করে মাধবপুর থানা পুলিশের একটি টিম। অভিযানে স্থানীয় এলাকাবাসীও উপস্থিত থেকে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলন একটি দ-নীয় অপরাধ। এতে পরিবেশ, কৃষি ও অবকাঠামোর ক্ষতি হয়। তাই জনস্বার্থে এ ধরণের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনস্বার্থে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কেউ আইনের বাইরে নয়। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।