স্টাফ রিপোর্টার ॥ বিএনপি অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা পিতা-পুত্র গ্রেফতার হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টায় সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের কামড়াপুর ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কামড়াপুর এলাকার মৃত সফর আলীর ছেলে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া (৫০) ও সেলিম মিয়ার ছেলে পৌর ছাত্রলীগের সদস্য সচিব রাকিব আহমেদ সাব্বির (২২)।
পুলিশ জানায়, ২০২৩ সালে বিএনপি ও আওয়ামী লীগের সং ঘর্ষ চলাকালে শহরের শায়েস্তানগরে বিএনপি অফিস ভাংচুর করা হয়। এ বিষয়ে যুবদল কর্মী মেহরাজ আহমেদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।