স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিহ্নিত চোর ও ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের চৌধুরী বাজারসহ আশেপাশের এলাকার ৫ শতাধিক লোক মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার সোহেল মিয়া ও তার সহযোগি কালা মিয়া, কুখ্যাত চোর সিদ্দিক, হৃদয় ও সাগর মিয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ছিনতাই করছে। প্রতিদিনই কোনো না কোনো দোকান ও বাসায় চুরি সংঘটিত হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পরে সদর থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। ওসি আশ^স্থ করেন অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com