নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে ‘আত্মহত্যা নয়, বাঁচতে শিখি-দাঙ্গা নয়, সম্প্রীতি গড়ি’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার। সভা পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা মোতালেব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ কামরুজ্জামান, স্মাইল প্রজেক্ট, সুইস কন্টাক্ট এর সিনিয়র অফিসার আব্দুল কাদের। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মোঃ রোমান মিয়া, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান মীর, প্রভাষক জন্টু চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক রানু কান্তি দাস, সহকারী শিক্ষক আবু শাহীন প্রমূখ।
সভায় বক্তাগণ আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে দাঙ্গা ও হিংসা প্রতিরোধে সম্প্রীতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা জীবনবোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়।
প্রসঙ্গত, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।