আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা (৬০), বছর বয়সী এক বেওয়ারিশ মহিলার লাশ দাফন করেছে। গতকাল জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত ২ অক্টোবর তারিখ রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৭নং ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত বড়গাঁও গ্যাস ফিল্ড সংলগ্ন ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপর একজন অজ্ঞাত মহিলা (৬০) অজ্ঞাত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় বাহুবল থানার পুলিশ টহল টিম উক্ত মহিলাকে চিকিৎসার জন্য বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উক্ত মহিলাকে ২ অক্টোবর সকালে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জ জেলা পিবিআই কর্তৃক উক্ত মহিলার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ পূর্বক সনাক্ত করণের চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় লোকজনের মাধ্যমেও সনাক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু উক্ত মহিলাকে সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত অজ্ঞাত মহিলার লাশের কোন ওয়ারিশান না পাওয়ায় ধর্মীয় বিধি বিধানমতে লাশটি দাফন করা হয়।বিজ্ঞপ্তি