
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এক সিএনজি অটোরিকশা চালককে মারপিট করে অটোরিকশাটি পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে হরিতলা বাজারের পূর্বপাশে রাস্তায়।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্বরসুলপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র সিএনজি চালক আবুল কাশেম (২৫) তার সিএনজি (নং হবিগঞ্জ-থ-১১-১৭৭৯) রিজার্ভে ফয়জাবাদ থেকে জরুরী যাত্রী নিয়ে হবিগঞ্জ যায়। সেখানে কাজ সেরে আবার ফয়জাবাদ নামিয়ে দিয়ে এসে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌছলে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা ৭/৮জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ চালক কাশেমকে নামিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে গলাটিপে হত্যা করতে চেপে ধরে। এসময় দুর্বৃত্তেরই একজন হত্যা না করে হাত পা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেয়। দলের ৩জন কাশেমকে ধান ক্ষেতে ফেলে উপর্যুপরি কিল ঘুষি মারতে থাকে এবং ৪/৫জন রাস্তায় থাকা সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে স্থানীয় প্রতিবেশীরা চিৎকার করে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরদিনে সকালে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন- মূলত: ঘটনাটি সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সা পক্ষের মধ্যে বিরোধের জের। গাড়ি পুড়ানোর ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।