
স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ মামলার আসামী ও বর্তমান সরকারকে অস্থিতিশীল করার অভিযোগে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন ছুরককে গ্রেফতার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজার গ্রামের মৃত আবু শ্যামা।
পুলিশ জানায়- শনিবার মাধনপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা সন্ধ্যায় চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ সহিদ-উল্যা জানান সে বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর ঘনিষ্ঠ সহচর হিসাবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা হিসাবে কাজ করে আসছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা-মামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সরাসরি জড়িত।