নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহসভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য এস. আর. চৌধুরী সেলিম, মো. সরওয়ার শিকদার, মো. সেলিম তালুকদার, কিবরিয়া চৌধুরী ও অলিউর রহমান অলি উপস্থিত ছিলেন।