বিশিষ্ট মরমী সাধক ও গীতিকবি শাহ্ মোহিত সরকারের মা আমিরুন্নেসা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার সদর উপজেলার উচাইল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
শাহ্ মোহিত সরকারের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খোয়াই থিয়েটার হবিগঞ্জের সভাপতি তোফাজ্জল সোহেল, সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমেদ, গীতিকবি সমুজ মিয়া, কাজী বশিরুল হক, লোকসংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের সংগঠক ও ‘মরমিয়া’ সম্পাদক গৌতম চন্দ্র দাস, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি সিদ্দিকী হারুন, সাধারণ সম্পাদক বরুণ সিকদার প্রমুখ। তারা মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি