জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে
স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও অমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে হবিগঞ্জ জেলা তাঁতী দল হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল ২১ জুলাই বিকেল ৪ টায় শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম রাজীব মেম্বার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখের হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মুকিম চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক ফয়সল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হবিগঞ্জ সদর উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, চুনারুঘাট উপজেলা তাঁতী দলের আহবায়ক আরফানুর রহমান মানিক, বানিয়াচং উপজেলা তাঁতী দলের আহবায়ক মওদুদ আহমেদ, যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, রাশেদ আহমেদ, ফজলুর রহমান, মাধবপুর উপজেলা তাঁতী দলের আহবায়ক কামাল মিয়া, সদস্য সচিব জহির উল্লা বশির, হবিগঞ্জ পৌর তাঁতী দলের আহবায়ক লিটন সরকার, যুগ্ম আহবায়ক শংকর বণিক, হবিগঞ্জ পলিটেকনিক ছাত্রদের সভাপতি ইমন মিয়া, তাঁতী দল নেতা রাখাল সরকার, ফটিক শীল, মাধবপুর উপজেলা তাঁতী দল নেতা লিটন মিয়া, ইয়াহিয়া খান, সাদেক মিয়া, হুমায়ূন কবির, মোজাহিদ মিয়া, হৃদয় মিয়া, মালেক মিয়া, সালাম, বানিয়াচং উপজেলা তাঁতী দল নেতা তাহের মিয়া, হুমায়ূন মিয়া, পারভেজ মিয়া, আইনুল মিয়া, সেবুল মিয়া, তোফায়েল ইসলাম, সিদ্দিক মিয়া, ফজুল মিয়া, নুরুল হুদা, মহিবুর মিয়া, আলীম উদ্দিন, সম্রাট, জিতু মিয়া, আবুল হোসেন, সামির মিয়া, বাছিত মিয়া, আশু মিয়া, মোস্তফা মিয়া, চুনারুঘাট উপজেলা তাঁতী দল নেতা আফজাল মিয়া, ফারুক মিয়া, সহিদ মিয়া, জাহির মিয়া, ফারুক মিয়া, মিনহাজ উদ্দিন, মীর রাসেল উজ্জামান সাদ্দাম, হেকিম মিয়া, জুয়েল মিয়া, কবির মিয়া, ছালেক মিয়া, সিতু মিয়া, মুবাসির আহমেদ, সাগর মিয়া, আনন্দ সরকার, অধিকার সরকার, শ্রীবাস সন্ন্যাসী, অজিত সরকার, রুমন সরকার, সাগর সরকার, প্রকাশ সরকার, আলিম উদ্দিন, মহিবুর খান, হাফিজুর খান, গাউছ উদ্দিন, আহমদ খান।
প্রধান অতিথি’র বক্তব্যে অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন- বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দেবে।
তিনি বলেন- কিছু ষড়যন্ত্রকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না বিএনপি আন্দোলন সংগ্রামের ভয় করে না। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেই বিএনপি রাজপথে আছে। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।