হবিগঞ্জে ১১৯ জনের বিপরীতে কর্মরত আছেন ৪৪
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জসহ সিলেটে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্যখাতে ৫৮ ভাগ চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ৫৮ শতাংশ চিকিৎসকের পদই ফাঁকা। সবচেয়ে বেশি পদ শূন্য মৌলভীবাজার জেলায়।
বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্যমতে, চার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল অফিসারের পদ রয়েছে ৫২৬টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ২২৫ জন। খালি পদের সংখ্যা ৩০১। সিলেট জেলায় ১৭১ পদের বিপরীতে কর্মরত ১০২ জন, সুনামগঞ্জে ১৩৩ জনের বিপরীতে ৫৭ জন, হবিগঞ্জে ১১৯ জনের বিপরীতে ৪৪ জন এবং মৌলভীবাজারে ১০৩ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র ২২ জন চিকিৎক।
উপজেলা পর্যায়ে জুনিয়র কনসালটেন্ট এর ২৪১টি মঞ্জুরিকৃত পদ থাকলেও কর্মরত আছেন ১১০ জন। এর মধ্যে সিলেটে ৮৬ জনের মধ্যে ৪৫ জন, সুনামগঞ্জে ৬১ জনের মধ্যে ১৮ জন, হবিগঞ্জে ৫৪ জনের মধ্যে ২২ জন এবং মৌলভীবাজারে ৪০ জনের মধ্যে ২৫ জন কর্মরত আছেন। সবমিলিয়ে খালি পদের সংখ্যা ১৩১টি। জানা গেছে, সিলেট বিভাগে ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩টি ২০ শয্যার হাসপাতাল, ৮৫টি উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য সেবাদানকারী এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনেশিয়ানের সংকট রয়েছে। ফলে, কাঙ্খিত সেবা না পেয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ছুঁটছেন রোগীরা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, চাহিদার তুলনায় চিকিৎসক কম হলেও যারাই কর্মরত রয়েছেন তারা আন্তরিকতার সাথে কাজ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান আরো জানান, বর্তমানে বিসিএস পরীক্ষা চলছে। বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশকৃতরা পদায়ন হলে চিকিৎসক সংকট কেটে যাবে।