
নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় চলতি বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় নদ-নদী, খাল-বিলে পানির পরিমাণ অনেক কমে গেছে। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন। পাশাপাশি বিলম্বিত বর্ষার কারণে কৃষকরা ধান চাষে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে এ বছর আমনের ফলন আশানুরূপ হচ্ছে না।
স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা জানান, বর্ষার শুরুতে কিছুটা বৃষ্টি হলেও মৌসুম জুড়ে তা ছিল অনিয়মিত ও অপ্রতুল। অনেক বিল-জলাশয়ের পানি কমে যাওয়ায় শিং, মাগুর, ট্যাংরা, কৈ, পুটি, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় মাছের দেখা মেলেনি বললেই চলে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিলম্বিত বর্ষা ও আগাম পানি নেমে যাওয়ার কারণে উপজেলা জুড়ে বুনা আমন পূর্বের চেয়ে কম আবাদ হতে পারে। চলতি বছর উপজেলা জুড়ে ৮ শত হেক্টর জমিতে বুনা আমন আবাদ হয়েছে।
এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য জানান, বিলম্বিত বর্ষার কারণে ফসলের গ্রোথ কমে যায়। বিলম্বিত বর্ষায় এবং আগাম পানি নেমে যাওয়ার কারণে বুনা আমনের আবাদ অনেকটাই কমে গেছে। তথাপি বিলম্বিত বর্ষার কারণে বুনা আমনের কিছুটা ক্ষতি হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মৌসুমি বৈচিত্র ্য দেখা যাচ্ছে। এর প্রভাব দেশীয় জীববৈচিত্র ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা সবকিছুতেই পড়ছে।