
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, পৈলারকান্দি গ্রামের আজিজুল মিয়া ও জালাল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষ গতকাল বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিজুল মিয়া, জালাল মিয়া, সামসুন নাহার, শাহজাহান মিয়া, সুমন মিয়া, আকাশ মিয়া, আল আমিন, রাহিম ও শুকুর মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাকে চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com