মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি মাদক মামলায় আদালতের রায়ে সশ্রম কারাদ-প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ও সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের একজন হলেন মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের আলীনগর গ্রামের শফিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০)। তার বিরুদ্ধে আদালত থেকে একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদ- এবং ২ হাজার টাকা অর্থদন্ডের আদেশ রয়েছে। রায় ঘোষণার পর থেকে পুলিশের গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম আলীনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে এক অভিযান চালিয়ে জয়নগর গ্রামের কেলু মিয়ার ছেলে আনু মিয়াকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালত এক বছরের কারাদ-ের রায় প্রদান করেন। তিনিও দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ওসি মোঃ শহিদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামিকে সোমবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com