স্টাফ রিপোর্টার ।।আলোর পথে সামাজিক সংগঠন হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি
সৌদি আরব প্রবাসী জসিম চৌধুরী এর জন্মদিন পালিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এ উপলক্ষে গতকাল রবিবার মধুবন রেস্তোরার আলোচনা সভা ও কেক
কাটা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান উজ্জ্বল
পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক
ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, মদিনা যুবদলের সহ-সভাপতি
সেলিম চৌধুরী, স্বাধীন দল হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি কামরুল
ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ক্বারী এম এ মতিন, সহকারী
উপদেষ্টা ফ্রান্স প্রবাসী তৈয়ব খাঁন, আফজাল হোসাইন, সিনিয়র
সহ-সভাপতি ফয়েজ আলম চৌধুরী, সহ-সভাপতি আকাশ চৌধুরী
ফাহিম, সাংগঠনিক সম্পাদক মজান কাদেরী, সুমন আহমদ জামী,
হিফজুর, বোরহান রেজা, আব্দুল হামিদ খান, মোস্তাকিম হোসাইন
খোকন, সজিব খান, কামরুল হাসান, আকাশ দাস, আলাউদ্দিন, সাজন
মিয়া, নাঈম তালুকদার, নাজির আহমেদ, কাশেম মিয়া, কাজী আবু
সায়েমসহ আরো অনেকে।

সৌদি আরব থেকে ভার্চুয়ালে অনুষ্ঠানে
জসিম চৌধুরী বলেন, ভবিষ্যতে বেচে থাকলে ইনশাল্লাহ সংগঠনের
মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষের সেবা করার চেষ্টা করব।

বিশেষ করে এই
সংগঠনের সকল দেশ ও প্রবাসের সদস্যদের জন্য হবিগঞ্জ জেলাবাসীর
নিকট দোয়া চায় তিনি।