বিচারের দাবিতে শহরে উমেদনগর সমাজসেবা যুব সংঘের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে পাহারাদারের লাশ উদ্ধারের ঘটনায় নজরুল মিয়া নামে এক চা স্টল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এদিকে রঙ্গিলা মিয়া হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল দুপুরে হবিগঞ্জ শহরে উমেদনগর সমাজসেবা যুব সংঘের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ খুনিদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। অপরদিকে গতকাল রঙ্গিলা মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে উমেদনগর মাঠে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ৬ দিন আগে নিখোঁজ হওয়া পাহারাদার রঙ্গিলা মিয়ার পাথর দিয়ে বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় সুনারু গ্রামের পাশের একটি হাওর থেকে। রঙ্গিলা মিয়া হবিগঞ্জ পৌরসভার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র। তার পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৬ দিন আগে তিনি কালারডোবা থেকে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। গত শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার তথ্য অনুযায়ী দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটন করে সাংবাদিকদের জানানো হবে।