
স্টাফ রিপোর্টার ॥ টানা প্রায় ৬ ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জ শহর জলমগ্ন হয়ে পড়েছিল। শহরের অনেক জায়গায় বাসার মধ্যে পানি প্রবেশ করে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক মতো না হওয়ায় দ্রুত পানি বের হতে পারেনি। শহরের পানি উন্নয়ন বোর্ড, শায়েস্তানগর, শ্যামলী, সিনেমা হল রোড, মুসলিম কোয়ার্টার, মোহনপুর এলাকায় পানি লেগে রয়েছিল বেশ কয়েক ঘন্টা। বিশেষ করে শহরের শায়েস্তানগর সড়কে পানি উন্নয়ন বোর্ডের সামনে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। অবশ্য কয়েক ঘন্টা পর পানি কেটে যায়। অপরদিকে খোয়াই নদীর পানি ফুলে উঠছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com