হবিগঞ্জ পৌরসভার ফরিদ সভাপতি ও শায়েস্তাগঞ্জের জহির সাংগঠনিক সম্পাদক
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার মোঃ ফরিদ মিয়া। শনিবার মৌলভীবাজার পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদের সভাপতি শেখ সামসুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম নূরুজ্জামান। সিলেট বিভাগীয় কমিটিতে সভাপতি হিসেবে হবিগঞ্জ পৌরসভার মোঃ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে বড়লেখা পৌরসভার আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক পদে শায়েস্তাগঞ্জ পৌরসভার জহির মিয়াকে নির্বাচিত করা হয়। উক্ত কমিটি পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।