আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ শিশুর লাশ দাফন করেছে। গতকাল রবিবার বিকেলে জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, ২০ জুলাই হবিগঞ্জ শহরের মাছুলিয়া ডায়াবেটিস হাসপাতালের পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নবজাতক শিশুর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ওই নবজাতকের কোন ওয়ারিশ না থাকায় দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি