স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পাশর্^বর্তী কিশোরগঞ্জের অষ্টগ্রামে পলাশ দাস (২৮) নামে এক যুবক ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, ওই গ্রামের পরিতোষ দাসের পুত্র পলাশ দাস পরিবারের সকলের অগোচরে হাওরে গিয়ে ইঁদুরের ওষুধ সেবন করে। সে মানসিক সমস্যায় ভুগছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জসদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।