স্টাফ রিপোর্টার || নবীগঞ্জে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাজী ফয়জুন নুর নামে এক ইতালী প্রবাসী। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন- বিবাদী লাল মিয়ার পিতা মৃত মতলিব মিয়া গংদের কাছ থেকে নবীগঞ্জ থানার ভরারী মৌজার জেএল নং-১৩৪, খতিয়ান নং-২৮৪, দাগ নং- ১৩৪৬ এর ৪৫ শতক চারা রকম ভূমি ক্রয় করে উক্ত জায়গা শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন। উক্ত জায়গায় আম গাছ, জাম গাছসহ বিভিন্ন ধরনের ফলজ ও কাঠের গাছ এবং বাঁশ রয়েছে। উক্ত জায়গা বিবাদী শাহিদ আলী গংয়ের বসতবাড়ী সংলগ্ন হওয়ায় তারা বিভিন্ন সময় তার মালিকানাধীন জায়গা হতে গাছ, বাঁশ চুরি করে কেটে নিয়ে যায় এবং যৌথ মালিকানাধীন পুকুর হতে মাছ চুরি করে নিয়ে যায়। এ নিয়ে বিবাদীদের সাথে তার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ জুলাই সকাল প্রায় ৭ টায় বিবাদীগণ কুড়াল, দা ইত্যাদি নিয়ে তার মালিকানাধীন জায়গায় থাকা ১টি আম গাছ, ১টি জারুল গাছ, ২টি মেরু গাছ কেটে এবং বিভিন্ন প্রজাতির গাছের ডাল কেটে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষতি করে।
স্থানীয় সিরাজ মিয়া বিষয়টি দেখতে পেয়ে তাকে সংবাদ দিলে তিনি বাড়ী হতে ঘটনাস্থলে গিয়ে বিবাদীগণকে তার জায়গায় থাকা গাছ কাটতে দেখে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীগণের হাতে থাকা কুড়াল, দা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে মারপিট করতে উদ্যত হলে তিনি প্রাণ রক্ষার্থে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীগণকে নিবৃত করেন। ওই সময়ে বিবাদীগণ তাকে হুমকি দিয়ে বলে এ বিষয়ে থানায় কোন মামলা মোকদ্দমা করলে তাকেসহ তার পরিবারের লোকজনকে মারপিট করে প্রাণে হত্যা করবে।
বিবাদীগণের এহেন আচরণে ফয়জুন নুর এর সন্দেহ হয়, তারা তাকেসহ তার পরিবারের লোকজনের উপর যে কোন সময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য লিপ্ত রয়েছে। তাদের ভয়ে তিনিসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি তার আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেছেন।