
স্টাফ রিপোর্টার || ‘খাদ্যের জগতে একধাপ এগিয়ে’ এই স্লোগানে হালাল ও গুণগত মানসম্পন্ন খাদ্যের নিশ্চয়তা নিয়ে হবিগঞ্জ শহরে প্রথমবারের মতো শো-রুম চালু করলো দেশের অন্যতম খাদ্য প্রতিষ্ঠান স্বাদ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের বার লাইব্রেরি মার্কেটের নিচতলায় এই শো-রুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শো-রুমটিতে মিষ্টান্ন, বেকারি, পেস্ট্রি সহ নানা ধরনের সুস্বাদু খাবার সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাদ এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট মুদ্দত আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান বাচ্চু, সেক্রেটারি লায়ন সঞ্জয় রায়, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া, লায়ন এম জি মোহিত, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট মোছাম্মৎ আমিনা বেগম, সিলেট ইবনে সিনা হাসপাতালের কাস্টমার ম্যানেজার মো: নুরুল হক, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সোহাগ। এ ছাড়াও হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন হবিগঞ্জের ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীতে স্বাদের নিজস্ব কারখানা উদ্বোধন করা হয়। এছাড়া নবীগঞ্জের পানিউমদা ও বাহুবল উপজেলার মিরপুরে শো-রুম চালু করেছে প্রতিষ্ঠানটি।