নিতেশ দেব, লাখাই থেকে || লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের রামদেবপুর লিপি সরকার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের গোপেন্ড সরকারের স্ত্রী। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্বামী গোপেন্ড সরকার পলাতক রয়েছেন বলে জানা গেছে। আর এতেই ওই গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বছর তিন এক আগে গোপেন্ড সরকারের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের লিপি সরকারের। বছরখানেক সুখে সংসার কাটানোর পর এই দম্পতির ছেলে সন্তানের জন্ম হয়। এর পর থেকে টাকা নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। টাকার জন্য স্ত্রী লিপি সরকারকে প্রায়ই মারধর করতেন স্বামী গোপেন্ড সরকার। গত শনিবার তুচ্ছ বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ীর সাথে ঝগড়া বাঁধে লিপি সরকারের। এক পর্যায়ে অভিমান করে সে বিষ পান করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সোমবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিপি।

লিপি’র বাবার বাড়ির লোকজনের দাবি, স্বামী গোপেন্ড সরকার ও তার পরিবারের লোকজনের মারধরের শিকার হয়ে মারা যায় লিপি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ বলেন- বিষপানে গৃহবধূ লিপি সরকার এর মৃত্যু হয়েছে। আজ তার মরদেহ সিলেট থেকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি বন্দে আলী বলেন- ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।