স্টাফ রিপোর্টার || বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চাক্রান্ত ষড়যন্ত্র থেমে নেই। প্রতিদিন ভিন্ন ভিন্ন ফরমেটে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য দেশে বিদেশে নতুন নতুন ফাঁদ তৈরী করা হচ্ছে। যারা আমাদের ছত্রছায়ায় থেকে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অতীতে যারা বিএনপিকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নিয়েছে, এই মানুষগুলো বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তিনি গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ১টি, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৩টি ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ২টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জি কে গউছ বলেন- দেশের বিরুদ্ধে যারাই চক্রান্ত ষড়যন্ত্র করেছে তারা চূড়ান্তভাবে সফল হয়নি। সকল অপশক্তিকে পরাজিত করে আমরা যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের নেতা তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন। আমরা যদি মাঠে সক্রিয় থাকি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।

এ জন্য বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলেই সকল চক্রান্তের জাল চিহ্ন করে আগামী সংসদ নির্বাচনে ওই মানুষগুলো আমাদের পাশে থাকবে।