স্টাফ রিপোর্টার || অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-বেবিট্যাক্সী শ্রমিক ইউনিয়ন এর রেজিঃ নং-চট্ট-২৮০৫ এর অন্তর্ভূক্ত শায়েস্তাগঞ্জ রেলগেইট আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুলাই ২০২৫ থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত আহ্বায়ক কমিটি বলবৎ থাকবে। সংগঠনের জেলা শাখার সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক লিটন ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির আহ্বায়ক মোঃ কয়েছ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আরব আলী, মোঃ আছকির মিয়া, মোঃ তানভীর মিয়া, মোঃ জালাল মিয়া, মোঃ সবুজ মিয়া ও মোঃ বিলাল মিয়া, সদস্য সচিব মোঃ কিমু মিয়া, সদস্য যথাক্রমে মোঃ সিজিল মিয়া, মোঃ মোতাহের মিয়া, মোঃ দিলু মিয়া ও মোঃ সালাউদ্দিন। আহবায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে আগামী দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করবে। এ কমিটি হবিগঞ্জ জেলা রেজিঃ নং-চট্ট-২৮০৫ এর সকল কার্যক্রম, শ্রমিকদের সুবিধা-অসুবিধা ও সবকিছু দেখাশোনা করবে। আগামী নির্বাচনের পর নির্বাচিত কমিটিকে খাতাপত্রসহ সবকিছু বুঝিয়ে দিবে। তাছাড়া রাষ্ট্রবিরোধী, সংগঠনের সংবিধান বিরোধী ও অসামাজিক কাজ করলে জেলা কমিটি বিলুপ্ত করবে।