
স্টাফ রিপোর্টার || ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে গতকাল হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে স্থানীয় সাইফুর রহমান টাউন হলের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, ১ম যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন- গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন মব সৃষ্টির মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ৭১ এর পরাজিত শক্তিরা ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এর অর্জনকে ম্লান করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সারা দেশে মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন- দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ছাত্রদল রাজপথে থেকে মোকাবেলা করবে।