স্টাফ রিপোর্টার || হবিগঞ্জ আদালতের কাঠগড়ায় থাকা আসামীদের ছবি ও ভিডিও ধারণ করার সময় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ আসামির রিমান্ড শুনানীর জন্য এজলাসের কাঠগড়ায় রাখা হয়। এ সময় জনৈক আইনজীবী সহকারী আসামীর ছবি ও ভিডিও ধারণ করেন।

বিষয়টি আদালতের নজরে এলে তাৎক্ষনিক তার মোবাইল জব্দ করা হয়। পরে ভবিষ্যতে এমন করবে না মর্মে আশ্বস্থ করলে বিকেলের দিকে মোবাইলটি ফেরত দেয়া হয় বলে জানা গেছে।