
মো. মামুন চৌধুরী || জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই চেতনাকে ধারণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পরিবেশবান্ধব ও সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতজনিত প্রাণহানি প্রতিরোধে সোমবার (৭ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান ব্যাটালিয়ন সদরে গাছের চারা রোপনের মাধ্যমে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” এর উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ ১৬টি বিওপিতে দেশীয় ফলজ, ফুলজ, ভেষজ এবং বিশেষভাবে বজ্রপাত প্রতিরোধে কার্যকরী তালগাছের চারা রোপণ করা হচ্ছে।
হবিগঞ্জ জেলা মূলত একটি উঁচু-নিচু ভূপ্রকৃতি সম্পন্ন ও সমতল ভূমির এলাকা। এখানে বার্ষিক বৃষ্টিপাত বেশি, আবার বজ্রপাতের ঘটনাও তুলনামূলক বেশি ঘটে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে, সাম্প্রতিক বছরগুলোতে হবিগঞ্জ জেলাতেই প্রতি বছর গড়ে ১০-১২ জন বজ্রপাতজনিত প্রাণহানির শিকার হন, যা উদ্বেগজনক। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তালগাছের উচ্চতা ও শিকড়ের গঠন এমনভাবে প্রকৃতিসম্মত যে, এটি বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। একাধিক তালগাছ একত্রে থাকলে বজ্রপাত মাটিতে সহজে নিঃসৃত হয়, ফলে সরাসরি মানুষের ওপর আঘাত হানার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ৫৫ বিজিবি বিপুল সংখ্যক তালগাছ রোপণ করেছে।