স্টাফ রিপোর্টার || প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জ-সিলেটসহ সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, বিভাগীয় কমিশনারের নির্দেশে এরই মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাদের ছয়টি দাবি প্রশাসন আমলে নিয়েছে এবং এ বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে বিকেল ৩টায়। তিনি আরও বলেন, মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে আমরা পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নিচ্ছি। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো পরিবহন সিলেট ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ধর্মঘটের ডাক দেওয়ার পরপরই হবিগঞ্জ মটর মালিক গ্রুপও সিলেট রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, “সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রী ও পরিবহন চালকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ ছিল।