
নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হবিগঞ্জ ডায়াগনস্টিক ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন।
বিশেষ করে নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতাল ও নবীগঞ্জ ডিজিটাল ল্যাবসহ একাধিক স্বাস্থ্যসেবা ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সফিকুল বারী আউয়াল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও ল্যাব পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মালিকদের শান্তনা জানান। প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মনসুর আহমেদ এমদাদ, সদস্য সিরাজুল ইসলাম আপন, বিপ্লব দেব প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ইউনাইটেড হাসপাতাল ও ডিজিটাল ল্যাবে হামলা চালিয়ে যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এসব হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি