
স্টাফ রিপোর্টার || চুনারুঘাটের চাঞ্চল্যকর কৃষক রজব আলী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল মিয়াকে (৪৫) কারাগারে প্রেরণ করেছেন আদালত। রজব আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টিলাবাড়ি গ্রামের মৃত আব্দুল গণির পুত্র।
জানা যায়, ২০০৬ সালের ২১ মে টিলাবাড়ি গ্রামের মৃত আশ্বব আলীর পুত্র কৃষক রজব আলীকে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি থেকে ঢেকে নিয়ে এলোপাতাড়ি আঘাত করে কামাল মিয়াসহ তার সহযোগিরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং-৪০/২০০৮ইং। এর পর থেকে কামাল মিয়া পলাতক ছিলেন। ওই মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাক্ষি প্রমাণ গ্রহণ শেষে কামাল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
২৫ বছর পলাতক থাকার পর গত ২৪ জুন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।