চুনারুঘাট প্রতিনিধি || চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ওপর হামলার ঘটনায় ও একাধিক মামলার আসামী দুই ছাত্রলীগ কর্মী আল রাজি অনিক ও সাইফুর রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য জামিল আহমেদ সুমনকে মারধরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত শনিবার রাত ১০টায় চুনারুঘাট পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা জামিল আহমেদ সুমনের ওপর অতর্কিত হামলা চালায় দুই ছাত্রলীগ নেতাসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পর থানা পুলিশ ছাত্রলীগ কর্মী অনিক ও রাব্বিকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার তাদের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।