রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত, জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় বীর সৈনিক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাংগাপুল জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ভাদৈ মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জুলাই অভ্যুত্থানে তাঁর সাহসী ভূমিকা এবং দেশের সংকটকালীন সময়ে তাঁর মতো তরুণ নেতৃত্বের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিশ্ববিদ্যালয় পরিবার এই জঘন্য হত্যাকা-ের তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনার সাথে জড়িত সকল খুনিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়। সত্য ও ন্যায়ের পথে ওসমান হাদির এই আত্মত্যাগ তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। নিহতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি