নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতের এমন আদেশে মামলার বাদী রওশন আরা বেগম সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন- এ সংবাদ শুনে এলাকার লোকজন আনন্দিত হয়েছেন। আমি আইনের কাছে সুবিচার কামনা করছি। সোমবার (৩০ জুন) এসব তথ্য প্রকাশ করেন বাদী রওশন আরা বেগম।

এর আগে রবিবার (২৯ জুন) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালতে আসামীরা হাজির হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আসামীরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত খুর্শেদ আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৪৫), তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মোজাহিদ ইসলাম (২০), ফিরোজ আলীর ছেলে আব্দুল মন্নান নানু মিয়া (৬০), মৃত সায়েদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (৩২)। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট লুৎফুর রহমান অনু, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন।

মামলার বাদী রওশন আরা বেগম বলেন- গত বছরের সেপ্টেম্বর মাসে নূরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শায়েস্তাগঞ্জ থানার বৈষম্যবিরোধী মামলার আসামী আব্দুল মন্নান নানু মিয়া গং মিলে আমার বাড়িতে হানা দেয়। এ সময় তারা আমার স্কুলপড়ুয়া কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সুবিচারের আশায় আদালতে মামলা করেছি।