স্টাফ রিপোর্টার ॥ জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩০ জুন এই কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। ১১ সদস্যের এ কমিটিতে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আলাউর রহমান বামসীকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কমিটিতে আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগ নেতা আলাউর স্থান পাওয়ায় নবীগঞ্জে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অথচ কমিটির ভূমিকায় বলা হয়েছে- জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ এবং চেতনাকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হলো।

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি নিম্নরূপ: আহ্বায়ক পলাশ মাহমুদ, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ খসরু, যুগ্ম আহবায়ক শেখ আলাউর রহমান বাসমি, যুগ্ম আহবায়ক পারভেজ আহমেদ ফারহান, সদস্য সচিব তোফায়েল আহমেদ, যুগ্ম সদস্য সচিব তারেক মোহাম্মাদ জাকি, যুগ্ম সদস্য সচিব সাইদ হোসেন সোহেল, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন রশিদ রিফাত, যুগ্ম সদস্য সচিব নুমান আহমেদ, যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান।