রোটারি ইন্টারন্যাশনাল নন-ডিস্ট্রিক্ট৬৫ এর অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অফ হবিগঞ্জ খোয়াই এর ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য নতুন নেতৃত্ব গত ২৯ জুন ক্লাবের শেষ মিটিং ‘থ্যাংকস গিভিং ও এ্যাওয়ার্ড নাইট’ প্রোগ্রামে ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান হাবিবুর রহমান মুরাদ এবং সেক্রেটারির দায়িত্বে রয়েছেন রোটারিয়ান এম. এম. এ. আল- নোমান তন্ময়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাব এ্যাডভাইজার রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলি পিএইচএফ।

২০২৪-২৫ রোটারি বর্ষে ক্লাবের সেবা কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে রোটারি মূলনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রোটারি ক্লাব অফ হবিগঞ্জ খোয়াই। নতুন নেতৃত্বের অধীনে আগামী বর্ষেও ক্লাবের বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘রোটারির মুলমন্ত্র ’ ‘Service Above Self’ ধারণাকে ধারণ করে আমি ক্লাবের সেবা কার্যক্রমকে আরও বেগবান করার চেষ্টা করবো।’ সেক্রেটা রিএম. এম. এ. আল- নোমান তন্ময় জানান, ‘সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্লাবের সদস্যদের সম্পৃক্ত করে একটি কার্যকর ও গতিশীল বছর উপহার দিতে চাই।’

রোটারি ক্লাব অফ হবিগঞ্জ খোয়াই ইতোমধ্যে সমাজের নানা স্তরে প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সেই সুবাদে ক্লাবটি রোটারি ইন্টারন্যাশনাল নন-ডিস্ট্রিক্ট থেকে সেরা ক্লাব ও সেরা প্রেসিডেন্ট হিসেবে গোল্ড এ্যাওয়ার্ড অর্জন করে। নতুন নেতৃত্বের মাধ্যমে এই ধারা আরও বেগবান হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।