নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘স্বপ্নসারথি’ কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্ন সারথিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপজেলা ব্র্যাকে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৪ টায় বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে ব্যতিক্রমী ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণকারী ২৫ জন স্বপ্ন সারথীর তাদের স্বপ্নগুলো তুলে ধরেন। তাদের বক্তব্যে ভবিষ্যতের আকাক্সক্ষাগুলো বর্ণিল রূপে ফুটে উঠে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘স্বপ্নসারথি’ দলের ২৪তম সেশনের অংশ হিসেবে আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করেন। লাখাই অফিসের ঝুমুর দেব মেলার আয়োজন ও পরিচালনার দায়িত্ব পালন করেন।
স্বপ্নের মেলায় অংশ নেওয়া প্রতিটি কিশোরীই তাদের নিজস্ব ভবিষ্যতের একটি প্রতিকৃতি তুলে ধরে। কেউ হতে চায় ডাক্তার, কেউবা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়, আবার কেউ নার্স হয়ে সেবাধর্মী পেশায় নিজেকে উৎসর্গ করতে চায়। অনেকেই শিক্ষক হয়ে জ্ঞান বিতরণের ব্রত নিয়েছে। আবার কেউ ইঞ্জিনিয়ার হয়ে উদ্ভাবনী কাজ করার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে, ডাক্তার ইঞ্জিনিয়ার এবং একজন সফল চাকরিজীবী, সফল ব্যবসায়ী কিংবা নারী উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার। কিশোরীরা তাদের এই স্বপ্নগুলোকে গল্প, ছবি এবং বিভিন্ন প্রতীকী উপস্থাপনার মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরে। এই ‘স্বপ্নের মেলা’ কেবল একটি প্রদর্শনী ছিল না, এটি ছিল কিশোরীদের সুপ্ত প্রতিভার উন্মোচন এবং তাদের আত্মবিশ্বাসের প্রতীক।
ব্র্যাকের এই উদ্যোগ কিশোরীদের শুধু স্বপ্ন দেখতেই শেখাচ্ছে না, বরং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতেও অনুপ্রাণিত করছে। এরকম মেলা প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের গ্রামীণ কিশোরীরাও নিজেদের মেধা ও শ্রম দিয়ে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।