স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আনাচে কানাচে গড়ে উঠেছে হাজী নান্না বিরিয়ানি হাউজ নামে অসংখ্য বিরিয়ানির দোকান। এসব দোকানের বিরিয়ানি তৈরি করা হচ্ছে গরুর মাংসের বদলে গরুর পা, চামড়া, নাড়িভূড়িসহ বিভিন্ন অংশ দিয়ে। আর এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই কোনো বৈধ কাগজপত্র। শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। আর এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই মালিক ঢাকার। তারা হাজী নান্না বিরিয়ানি হাউজ নামে প্রতিষ্ঠান পরিচালনা করলেও অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের সাথে ঢাকার হাজী নান্না বিরিয়ানি হাউজ এর কোন সম্পর্ক নেই।
কিন্তু সাধারণ জনগণ এসব প্রতিষ্ঠানকে ঢাকার হাজী নান্না বিরিয়ানি হাউজ এর শাখা প্রতিষ্ঠান ভেবে তা থেকে খাবার খেয়ে প্রতারিত হচ্ছেন।
তাই সুক্ষ কারচুপির মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।