নিজস্ব প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে হবিগঞ্জের মিরপুর স্বাস্থ্যসেবা কেন্দ্র, বানিয়াচঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নবীগঞ্জের গজনাইপুর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প উদ্বোধন হয়েছে। মিরপুরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা বাহুবল অঞ্চলের সিনিয়র আর.এম রোজিনা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র বি.এম মোঃ আহাম্মদ আলী, ইউপি সদস্য শফিক মিয়া। এতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: প্রদীপ কুমার পাল। বানিয়াচঙ্গে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার সুব্রত শেখর রায়। উপস্থিত ছিলেন বানিয়াচং ব্রাঞ্চ এর সিনিয়র ম্যানেজার আব্দুল মোছাব্বির, ম্যানেজার মিঠুন কান্তি দাস। চিকিৎসা প্রদান করেন ডাঃ আশিকুর রহমান। নবীগঞ্জের গজনাইপুর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নবীগঞ্জ অঞ্চলের আরএম তাজুল ইসলাম, সিবিএম সামছুর রহমান। এতে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ দুলাল বৈদ্য। পৃথক ৩টি ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com