আজমিরীগঞ্জে গণঅভ্যুত্থান উত্তর জনসভায় ডাঃ জীবন
আজমিরীগঞ্জে বিএনপির গণঅভ্যুত্থান উত্তর জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জলসূখা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জলসূখা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুকাররম হোসেন রন্টি ও আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন মজিবুল হোসেন মারুফ, অ্যাডভোকেট হাবিবুর রহমান, ইসমাইল হোসেন সরস, মাসুদ পারভেজ, মোশারফ হোসেন বাবুল, গোলাম মোস্তফা মধু। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিটের বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, বাংলাদেশ আমার আপনার সবার দেশ। এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। আমি রাজনীতি করি দেশের অবহেলিত মানুষের যেনো কিছু করে যেতে পারি। তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের এই বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে আর শেখ হাসিনার জায়গা হবে না। সবার সমান অধিকার নিশ্চিতে তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।