বিজয় দিবসের আলোচনা সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শেখ হাসিনা ভারতে গিয়ে প্রমাণ করেছেন, শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ভারতের প্রকৃত দালাল। বিএনপি অন্য দেশের দালালী করে না। এ জন্যই বাংলাদেশে যতবারই জাতীয় দুর্যোগ এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে মানুষ তাদের হৃদয়ের মনিকোটায় স্থান দিয়েছে। সে জন্যই বিএনপিকে কোনো দিন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়নি। আওয়ামীলীগই একমাত্র দল, যখনই অসুবিধায় পড়েছে বাংলাদেশ থেকে পালিয়েছে।
তিনি গত সোমবার (১৬ ডিসেম্বর) রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা হৃদয়ে ধারণ করেন তারাই বিএনপি করে। সাচ্চা জাতীয়তাবাদ যদি কোনো দলে থাকে সেটা বিএনপির মধ্যে আছে। এ জন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে উদ্ভুদ্ধ, আমরা বাঙালি চেতনায় উদ্ভুদ্ধ না। এটাই হচ্ছে আওয়ামীলীগের সাথে বিএনপির তফাৎ। এ জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন বাংলাদেশের জনগণ দ্বারা বিএনপি বার বার সম্মানীত হয়েছে, বাংলাদেশের জনগণই বিএনপির প্রকৃত বন্ধু, বিদেশে আমাদের কোনো প্রভু নাই।
তিনি বলেন- বলেন- ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া দিবস হিসেবে জাতি এক দিন স্মরণ করবে। আওয়ামীলীগ মিথ্যার উপর ভর করে রাজনীতি করে। মিথ্যা কথা বলে বিএনপিকে বার বার অপমানিত করার চেষ্টা করেছে। যে টাকায় স্পর্শ করেনি সেই ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছিল। এখন বিএনপি ক্ষমতায় নেই, স্বাধীন বিচার ব্যবস্থায় তিনি ওই মামলায় খালাস পেয়েছেন। আওয়ামীলীগ তারেক রহমানের বিরুদ্ধে এত মামলা দিয়েছে কিন্তু তিনি একটি টাকা দুর্নীতি করেছেন তা প্রমাণ করতে পারেনি। এটাই আমাদের অহংকার।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com