স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসের আনন্দকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। স্থানীয় জালাল স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হবিগঞ্জ পৌরসভার ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্ট এর ভলান্টিয়ারদের একত্রিত করে হবিগঞ্জ শহরের শতাধিক পথশিশুকে নিয়ে নানারকম খেলাধুলা আর হাসি আনন্দে মেতে উঠেন। সুবিধাবঞ্চিত পথশিশুরা মুক্ত স্বাধীনভাবে পরম আনন্দে স্টেডিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে। ছেলেরা দুইভাগে ভাগ হয়ে ফুটবল নিয়ে মনের আনন্দে খেলায় মেতেছে আর মেয়েরা ইচ্ছেমতো নিজেদের মতো করে আনন্দ উপভোগ করেছে। তাদের সাথে হবিগঞ্জ পৌরসভার তরুন ভলান্টিয়ার আর রেড ক্রিসেন্ট হবিগঞ্জ এর ভলান্টিয়াররা যুক্ত হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন। আর এ সম্মিলনের উদ্যোক্তার ভুমিকা পালন করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। তিনি জানান সুবিধাবঞ্চিত পথশিশুরা অনেক প্রতিভাবান। তাদেরকে ঠিকমতো গাইড করতে পারলে আর একটু ভালবাসা আর ¯েœহ দিয়ে সুযোগ করে দিতে পারলে এরা আমাদের সম্পদ হয়ে উঠতে পারবে।
প্রায় দুই ঘন্টাব্যাপী পথশিশুদের খেলাধুলা আর হাসি আনন্দের পর সবাই মিলে একসাথে দুুপুরের খাবার খাওয়ার মাধ্যমে শেষ হয় বিজয় দিবসে পথশিশুদের অন্যরকম আনন্দের। পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী জানান সুযোগ পেলে হবিগঞ্জ শহরের সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যানে সমন্বিতভাবে কোন উদ্যোগ গ্রহনের পরিকল্পনা রয়েছে তার।