মোটরসাইকেলসহ চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি
জাবেদ তালুকদার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রামপুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেলযোগে প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুর যাচ্ছিলেন। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট রেফার করেন। এসময় চালক ইমন সরকার ও মোটরসাইকেলটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার পরপরই ইমন সরকার বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন পিপিএম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com