সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে সরকারিভাবে ১৩২০ টাকা মণ দরে কৃষকদের কাছ থেকে ১৮১ মেট্রিক টন ধান ক্রয় করবে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চালু থাকবে।
এ খবরে শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকার কৃষক ছাইব উল্লাহ বলেন, বর্তমানে খোলা বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকা দরে। সরকার নির্ধারিত ধানের মূল্য ১৩২০ টাকা। কোনো কোনো কৃষক আছেন ধানের মূল্য কম হওয়ায় বিক্রি করতে চায় না। আবার কোনো কোনো কৃষক রয়েছেন সরকারি খাদ্য গুদামে গিয়ে বিক্রি করে। তবে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করলে একসাথে টাকা পাওয়া যায়। সেজন্য কিছু কৃষক সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছে বলে শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান। কৃষক ছাইব উল্লাহ আরো বলেন, বাজারে কীটনাশক, সার মূল্য বেশি হওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। সরকারিভাবে ধানের দাম বাড়ানোর দাবি জানান তিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে ৩৩ টাকা কেজি দরে ১৮১ মেট্রিক টন ধান সংগ্রহের কার্যক্রম চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com