মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩জনের প্রত্যেককে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
দন্ডিতা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া (৪০), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মৃত শাহদাত আলীর ছেলে ইউনুছ আলী (৫৬) ও হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে কামাল মিয়া (৩০)। এসময় হবিগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে ইউএনও পল্লব হোম দাস বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com